চিরিরবন্দরে বিএনপির গণমিছিল ও বিজয় সমাবেশ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৪:৪৬ পিএম
চিরিরবন্দরে বিএনপির গণমিছিল ও বিজয় সমাবেশ

 দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির গণমিছিল ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপুর্তি পালন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। 

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ মজিবর রহমান শাহের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়নের সঞ্চালোচনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরে আলম সরকার দুলু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার, উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুস সালাম নূরী, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন মুকুল প্রমূখ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে