মান্দায় শহিদ রাসেল রানার কবরে প্রশাসনের শ্রদ্ধা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৫:৪৩ পিএম
মান্দায় শহিদ রাসেল রানার কবরে প্রশাসনের শ্রদ্ধা

নওগাঁর মান্দায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ রাসেল রানার কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে শহিদ রাসেল রানার কশব ভোলাগাড়ী গ্রামে এসব কর্মসূচি পালন করা হয়।

এ সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহিদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ রাসেল রানার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে