রাজশাহীর বাঘায় উৎসব মুখর আয়োজনে পৃথকভাবে ‘৩৬ জুলাই’ এর প্রথম বছর উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা ও উপজেলা বিএনপির আয়োজনে এই ‘৩৬ জুলাই’ উদযাপন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে বিকাল সাড়ে ৫টায় বাঘা শাহী মসজিদ গেট থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বাঘা ফাজিল মাদ্রাসা গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মোর্তুজা, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, জেলা জামায়েতর কর্ম পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করীম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউনুস আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি আবদুল জাব্বার প্রমুখ। এছাড়া এতে অংশ গ্রহণ করেন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত, ছাত্র শিবিরের নেতাকর্মী। অপর দিকে উপজেলা বিএনপির আয়োজনে বিকালে বিশাল আনন্দ র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ বাঘা তেল পাম্প এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, উপজেলা বিএনপি, বাঘা পৌর, আড়ানী পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদলের সভাপতি-সাধারণ সম্পাদক। উল্লেখ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে। সমাপ্তি হয় ৫ আগস্ট তথা ৩৬ জুলাই। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে উপজেলা জামায়াতে ইসলামী এবং উপজেলা বিএনপির পৃথকভাবে আয়োজনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলায়ন উদযাপন উৎসবমুখর ‘৩৬ জুলাই’ পালন করা হয়।