প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ করে তাদের আত্মার শান্তি কামনা করে ফ্যাসিষ্ট সরকারের পতন ও শতশত শহীদের আত্বত্যাগের বিনিময়ে অর্জিত এই ভয়াল দিনের কথা স্মরণ করে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহমেদ স্বপন, দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন, , বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ সেন্টু, দৈনিক দিনকাল প্রতিনিধি এম এস শাহীন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ আহাদ আলী নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ রকিবুল ইসলাম রকি ও মোঃ আব্দুল হালিম আকাশ। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সমাপনি বক্তব্য শেষ জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই বিপ্লবে শহীদ কুষ্টিয়ার দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়নের মোজাহার আলীর ছেলে কবির এর কবরে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ রকিবুল ইসলাম রকি ও মোঃ আব্দুল হালিম আকাশ সহ অনেকে।