জুলাই গণঅদ্ভুত্থান দিবস উপলক্ষে ক্ষেতলাল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত। (৫ আগস্ট) মঙ্গলবার বিকেল থেকে উপজেলার পাঁচটি ইউনিয়ন বিএনপির সকল অংঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদরের পার্টি অফিসে উপস্থিত হয়। সেখান থেকে বিকেল ৫ টায় উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান এর নেতৃত্বে একটি বিজয় মিছিল দলীয় পার্টি অফিস থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোরে এসে একপথ সভা করেন। এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এএইচএম ওবায়দুর রহমান চন্দন, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আসিক পার্থ, বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজ্জাকুল হায়দার, মামুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুন- নবী, তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেছুল মজিদ কদর, বড়তারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আলিম, আলমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটু প্রমুখ।
এ সময় বক্তারা বিদায়ী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।