রাজশাহীর তানোরে উৎসব মুখর পরিবেশে পৃথকভাবে ‘৩৬ জুলাই’ এর প্রথম বছর উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) পড়ন্ত বিকেলে তানোর বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের আয়োজনে এই ‘৩৬ জুলাই’ উদযাপন করা হয়। এরআগে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তানোর গোল্লাপাড়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তানোর ছাত্রদলের সাবেক সভাপতি এমএ মালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোমিনুল হক মমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন। এতে প্রধান বক্তা ছিলেন- তানোর পৌর বিএনপির সাবেক সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক আরশেদ আলী, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা ও কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
এরআগে সকালে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি এমপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নেতৃত্বে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি তানোর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির বহিস্কৃত নেতা মিজানুর রহমান মিজান, প্রফেসর মজিবুর রহমান ছাড়াও অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ বিপুল পরিমান সমর্থকরা। পরে জুলাই শহীদদের আত্নার মাগফেরাৎ কামনায় দোয়া ও মোনাজাতে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অপরদিকে, উৎসব মুখর পরিবেশে পৃথকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আয়োজনে ‘৩৬ জুলাই’ এর প্রথম বছর উদযাপন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে তানোর সদর থেকে র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়। সমাপ্তি হয় ৫ আগস্ট তথা ৩৬ জুলাই। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে তানোর বিএনপির নেতৃবৃন্দ পৃথকভাবে আওয়ামী লীগের পলায়ন উদযাপন উৎসবমুখর ‘৩৬ জুলাই’ পালন করেন। ই/তা