ময়মনসিংহে প্রেমিকাকে গণধর্ষণ, তিনজন গ্রেফতার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৬:৪৪ পিএম
ময়মনসিংহে  প্রেমিকাকে গণধর্ষণ, তিনজন গ্রেফতার

ময়মনসিংহ নান্দাইলে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে কুমিল্লা ও নারায়নগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৪)। তারা সবাই নান্দাইল উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবে-১৪ অধিনায়ক নয়মুল হাসান। এসময় র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান, র‌্যাব কর্মকর্তা মো. নাজমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন ।

মামলার এজাহার সূত্রে র‌্যাব জানান, নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশটি এলাকায় এক কিশোরী গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মামুন মিয়ার। ১৮ জুলাই রাতে ঐই কিশোরীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে  নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জাহাঙ্গীর, শাকিল, মমিনের সহায়তায় কিশোরীকে গণধর্ষণ করে মামুন। এ ঘটনায় কিশোরীর বাবা নান্দাইল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৪ র‌্যাব-১১ সিপিসি-২ সহযোগিতায় কুমিল্লায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম (২৪) ও মো. মমিন উদ্দিনকে (২৩) এবং র‌্যাব নারায়ণগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শাকিল মিয়াকে (২৩) গ্রেফতার করা হয়। তাদের নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনার মূলহোতা প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের অধিনায়ক।

আপনার জেলার সংবাদ পড়তে