বিরামপুরে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ১২:৪৫ পিএম
বিরামপুরে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সমর্থিত বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের  দিনাজপুরের  বিরামপুর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পবন কুমার শীল ষষ্টিকে আহবায়ক ও উজ্জল চন্দ্র দাসকে সদস্য সচিব করে জেলা কমিটির আহবায়ক উত্তম কুমার রায় ও সদস্য সচিব থিয়োটনিয়াস হাঁসদা সুইট বৃহস্পতিবার রাতে আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেছেন। 

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধায় (৭ আগস্ট) উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কর্মী সমাবেশ করা হয়েছে। সংগঠনটির জেলা আহবায়ক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে ও পবন কুমার শীল ষষ্টির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সহকারী মহাসচিব লালবাবু প্রসাদ কানু, প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরণ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নূরা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবীর মিলন, সাবেক উপজেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের  জেলা সদস্য সচিব থিয়োটনিয়াস হাঁসদা সুইট, সংগঠনের স্থানীয় নেতা মানুয়েল হাঁসদা, বাবু চন্দ্র রায় প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে