জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন রাজনৈতিক সমঝোতার পটভূমিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, দ্রুতই চূড়ান্ত জুলাই সনদ প্রকাশ করা সম্ভব হবে। রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ শেষে খসড়াটি এখন চূড়ান্তরূপ পেতে চলেছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, “২৮ জুলাই সনদের খসড়া পাঠানো হয়েছে। খসড়া নিয়ে দলের মতামত নেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে।”
চূড়ান্তকরণের বিষয়ে আলী রীয়াজ আরও জানান, “আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বসবে কমিশন। এরপর দলগুলোর সঙ্গে বাস্তবায়ন ইস্যুতে বৈঠক হবে। আশা করা যায়, দ্রুত চূড়ান্ত সনদ দেয়া যাবে।”
এই সনদ রাজনৈতিক উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। কারণ, দীর্ঘ আন্দোলনের পর এই জুলাই সনদের মাধ্যমেই অন্তর্বর্তী সরকার ও নির্বাচনী কাঠামোসহ একাধিক বিষয়ে ঐকমত্যের পথ খোঁজা হচ্ছে।
এর আগে ৫ আগস্ট, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পাঠ করেন ‘জুলাই ঘোষণাপত্র’। এটি ছিল অন্তর্বর্তী রাজনৈতিক রূপরেখার প্রথম আনুষ্ঠানিক প্রস্তাবনা।
চূড়ান্ত সনদটি প্রকাশ হলে সেটিই হবে আন্দোলন-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল, যা অন্তর্বর্তী সময়ের সরকার গঠন, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ নির্বাচনের পথনির্দেশ ঠিক করবে।