রাজশাহী নগরীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আরএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর সোনাদিঘি এলাকায় এই অভিযান চালায়। গ্রেপ্তার ছয়জন হলেন- বাসিন্দা মুকেশ সরকার (৪৫), মো. পলাশ (৪৫), পারভেজ (৪৫), মো. জাহাঙ্গীর আলাম (৫২), মো. জনি (৪৫) ও শ্রী সুমন (৪৫)। নগরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের কাছ থেকে নগদ ২ হাজার ১০০ টাকা ও জুয়ার তাস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে এদের আদালতের মাধ্যমে জেলহাজতেও পাঠানো হয়েছে।