বরিশালের গৌরনদীতে ভারি বর্ষনে কর্দমক্ত হয়ে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরা সড়কে নিজস্ব অর্থায়নে বালুর বস্তা ফেলে ভরাট করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল।
বিএনপি নেতা বুলবুল মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদ চোকদারের ছেলে এবং সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি। শনিবার (৯ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভারি বর্ষনে মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম শরিফাবাদ গ্রামের জনগুরুত্বপূর্ণ একটি মাটির রাস্তা কর্দমক্ত হয়ে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে।
স্থানীয়রা বিষয়টি প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদারকে অবহিত করার পর নিজস্ব অর্থায়নে ওই রাস্তায় বালুর বস্তা ফেলে ভরাটের ব্যবস্থা করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল। স্থানীয় বাসিন্দা ছাত্রদল নেতা কায়েস আহম্মেদ ও জোবায়ের সিকদার জানান, শতাধিক পরিবার, একটি স্কুল ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের জন্য একমাত্র মাটির রাস্তাটি কর্দমক্ত হয়ে চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পরেছিলো। বিষয়টি প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদারকে অবহিত করার পর তিনি নিজস্ব অর্থায়নে বালুর ব্যবস্থা করেছেন। পরবর্তীতে শনিবার (৯ আগস্ট) দিনব্যাপী স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের কর্মীরা স্বেচ্ছাশ্রমে কাঁদা রাস্তায় বালুর বস্তা ফেলে রাস্তাটি চলাচলের জন্য উপযোগী করেছেন।
উল্লেখ্য, এরপূর্বেও প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল চোকদার পূর্ব বেজহার গ্রামের একটি কর্দমক্ত রাস্তায় নিজ অর্থায়নে বালু ভরাট করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।