টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবসে মানববন্ধন

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৬:১০ পিএম
টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবসে মানববন্ধন

টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শনিবার(৯ আগস্ট) দুপটুরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদর উপজেলা শাখা মানবন্ধন কর্মসূচি পালন করেছে। 

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদর উপজেলা শাখার চেয়ারম্যান নিমাই রায় বাগদি, সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ শান্ত চন্দ্র দাস প্রমুখ। 

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ সরকারি চাকরিতে আমাদেরকে ৫ শতাংশ কোটা দিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া আলাদা আদিবাসী মন্ত্রণালয় করার দাবিও জানান বক্তারা। 

এ সময় অ্যাসোসিয়েশনের সদস্য সহ স্থানীয় আদিবাসীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে