কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৬:১৯ পিএম
কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসত ঘর থেকে সাবেক ছাত্রদল নেতা রাফি আহমেদের  গলা কাটা লাশ নিজ বসত ঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে  উপজেলার  ১নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে। 

 নিহত রাফি আহমেদ (২৮) রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে।

কমলগঞ্জ থানার  অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এখনো ঘটনাস্থলে আছি লাশ উদ্ধারের কাজ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এ রির্পোট লেখা (বিকাল ৪.৩০টায়) এডিশনাল এসপি (ক্রাইম) নোভেল চাকমা ও পিবিআইর ইন্সপেক্টর বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে