নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সব স্থলবন্দর ও নৌবন্দর গুলো আধুনিকায়ন করা হচ্ছে। বিশেষ করে সরকার যেগুলো পরিচালনা করছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আধুনিকায়ন করা হচ্ছে। তবে দেশে অনেক বন্দর রয়েছে যেগুলো থেকে সরকার বছরে ১০-২০ হাজার টাকা আয় করতে পারেনা। সেগুলো বন্ধের ইঙ্গিত করে উপদেষ্ট বলেন, আধুনিকায়ন করে কি হবে। সব বন্দরগুলোর কার্যক্রম ঘুরে দেখা হচ্ছে। ইতোমধ্যে ৪ টি অলাভজনক বন্দর বন্ধ করা হয়েছে। অন্য বন্দরগুলোর বিষয়ে চিন্তাভাবনা চলছে।
শনিবার সকাল ১১ টায় নৌ উপদেষ্টা হিলি বন্দর পরিদর্শনে আসলে বন্দর ব্যাবহারকারী বেসরকারী অপারেটর পানামা পোর্ট, হিলি কাস্টমস, ব্যাবসায়ী সংগঠনের নেতারা তাঁকে শুভেচ্ছা জানান। এরপর তিনি বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হিলি পানামাপোর্ট লিংক লিমিটেড এর কনফারেন্স রুমে হিলি কাস্টমস ও পানামা পোর্ট কর্মকর্তা ও বন্দরের ব্যাবসায়ীদের সাথে আলোচনা সভা ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশানার অরুন কুমার বিশ্বাস, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল অরিফুল দৌল্যা, দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, হাকিমপুর (হিলি) থানা ওসি নাজমুল হক, হিলি সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশরেন সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।