চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
০৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার নির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে ০৬ নং বড়কুল ইউপির বেলচো উচ্চ বিদ্যালয়ে এ সভা হয়। সভায় বিট অফিসার এসআই নূরমোহাম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক
এএইচএম খোরশেদসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় হাজীগঞ্জ থানার ওসি ও সার্কেল কর্মকর্তা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, ইভটিজিং প্রতিরোধে আইনগত সহায়তা গ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিরাপদ ব্যবহারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীদের মতামত শোনা, আইনগত সহায়তা পেতে লিফলেট বিতরণ এবং তাৎক্ষণিক সমস্যার সমাধানে পুলিশের হটলাইন নম্বর সম্পর্কে অবহিত করা হয়। বিট পুলিশিং সভায় প্রায় ১৫০-২০০ জন উপস্থিত ছিলেন।