সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে বিষযুক্ত চিংড়ি মাছ সহ ১ টি নৌকা জব্দ করেছে। জব্দকৃত চিংড়ি মাছ আদালতে অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। জানা গেছে শনিবার (৯ আগস্ট) সকাল ৭ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলুখালী ভারানী এলাকা হতে এই মাছ সহ নৌকা জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ)মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা শাকবাড়িয়া নদী সংলগ্ন সুন্দররবনে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।