মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। এ সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্যসহ পাঁচটি সমঝোতা স্মারক সই এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ সম্প্রসারণ ও বিদ্যমান জটিলতা নিরসন আলোচনার অন্যতম বিষয় হবে। এছাড়া কৃষি, হালাল খাদ্য শিল্প, সমুদ্র অর্থনীতি, রোহিঙ্গা সংকট, উচ্চশিক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বৈঠকের এজেন্ডায় রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বৈঠক শেষে দুই সরকারপ্রধান যৌথভাবে গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন। এদিন দুপুরে মালয়েশিয়ার সরকারপ্রধানের আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন ড. ইউনূস। বিকেলে তিনি কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সন্ধ্যায় দেশটির মন্ত্রী, নাগরিক সমাজ, শীর্ষ ব্যবসায়ী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন।
সফরের অংশ হিসেবে তিনি একটি ব্যবসায়িক সেমিনারেও অংশ নেবেন। মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। বুধবার (১৩ আগস্ট) সকালে বিশেষ সমাবর্তনে এই ডিগ্রি গ্রহণ করবেন তিনি। একই দিন সন্ধ্যায় ড. ইউনূসের ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেছিলেন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকারপ্রধানের সফর হিসেবে চিহ্নিত হয়। এবার সেই সম্পর্ক আরও এগিয়ে নিতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।