ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যাম পাবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ১১:৫৯ এএম
ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যাম পাবে পুলিশ

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং ও তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বিষয়টি জানানো হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ জানান, বডিক্যাম সংগ্রহের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এই ডিভাইসগুলো দেশের হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা পর্যবেক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যবহৃত হবে। সরকারের পরিকল্পনা, অক্টোবরের মধ্যে ক্যামেরাগুলো হাতে পাওয়া, যাতে পুলিশ বাহিনী এগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতাসহ অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে যথাযথ প্রশিক্ষণ নিতে পারে।

বৈঠকে জানানো হয়, ক্যামেরা সরবরাহের জন্য বাংলাদেশ ইতোমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। নির্বাচনের দিন পুলিশ অফিসার ও কনস্টেবলরা এসব বডিক্যাম বুকের সঙ্গে ধারণ করবেন, যাতে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যায়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। এর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে—খরচ যাই হোক না কেন।’ তিনি কর্মকর্তাদের দ্রুত বডিক্যাম ক্রয় ও পুলিশের প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন।

এ ছাড়া বৈঠকে আসন্ন নির্বাচনের জন্য একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানানো হয়। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের বিস্তারিত তথ্য, ভোটকেন্দ্রের অবস্থা ও রিয়েল-টাইম আপডেট জানতে পারবেন, এমনকি অভিযোগও জমা দিতে পারবেন। প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, দেশের ১০ কোটিরও বেশি ভোটারের সুবিধা বিবেচনায় অ্যাপটি যেন ব্যবহারবান্ধবভাবে তৈরি হয় এবং দ্রুত চালু করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে