গাজীপুরে দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালের হিজলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হিজলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ১০ আগস্ট সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরনবী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সুমন, সিনিয়র সাংবাদিক দুলাল সরদার, সেলিম রারি, জহির রায়হান প্রমূখ, বক্তারা দ্রুত হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকদের জান মালের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। এ ধরনের হত্যাকাণ্ড চলতে থাকলে দেশে আবারো ফ্যাসিবাদ এর উৎপত্তি হবে।