নিউ মার্কেটের তিন দোকান থেকে ১১০০ অস্ত্র উদ্ধার, নয়জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৬:৪৯ পিএম
নিউ মার্কেটের তিন দোকান থেকে ১১০০ অস্ত্র উদ্ধার, নয়জন রিমান্ডে

ঢাকার নিউ মার্কেটের ক্রোকারিজ সামগ্রীর তিনটি দোকান থেকে ‘সামুরাই’ চাপাতিসহ প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নয়জন দোকান কর্মচারীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১০ আগস্ট) ঢাকার মহানগর হাকিম আবদুল ওয়াহাব এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন— শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহম্মেদ, আলী আকবর ও সাজিদ হাসান।

মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) পাভেল আহমেদ আদালতে তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে বিক্রি ও ভাড়া দেওয়া হতো, যা আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন আদালতে বলেন, “এসব ধারালো অস্ত্র খুবই সুলভ মূল্যে বিক্রি ও ভাড়া দেওয়া হতো। এ কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছিল। আসামিদের জিজ্ঞাসাবাদে অস্ত্র সরবরাহের উৎস ও ক্রেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।”

অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি দাবি করেন, নিউ মার্কেট ও আশপাশের এলাকায় বহু বছর ধরে এসব পণ্য বিক্রি হয়ে আসছে, যা আইনশৃঙ্খলা বাহিনী আগে বন্ধ করেনি।

উভয়পক্ষের যুক্তি শোনার পর আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (৯ আগস্ট) সেনাবাহিনী অভিযানে অংশ নিয়ে নিউ মার্কেটের তিনটি দোকান থেকে অস্ত্রগুলো উদ্ধার করে এবং নয়জন মালিক ও কর্মচারীকে আটক করে। পরে নিউ মার্কেট থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে