শ্রীমঙ্গলে ২০ দলিত নারীকে অর্থ সহায়তা প্রদান

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০১:৫১ পিএম
শ্রীমঙ্গলে ২০ দলিত নারীকে অর্থ সহায়তা প্রদান

শ্রীমঙ্গলে 'মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব' প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ গ্রহণের জন্য ২০ জন দলিত নারীকে অর্থ  সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে নাগরিক উদ্যােগের বাস্তবায়নে ও ব্রট এবং এফজেএস এর সহযোগিতায় ২০ দলিত নারীকে এ অর্থ সহায়তা দেয়া হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, কৃষি সম্প্রসারন অফিসার উজ্জ্বল সুত্রধর, উর্ধ্বতন প্রকল্প কর্মকর্তা বকুল হোসেন, বিডিইআরএম-এর উপদেষ্টা পরিমল সিং বাড়াইক, ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ান মাদ্রাজী প্রমুখ।

অনুষ্ঠানে ২০ নারীকে ৮ হাজার ( অফেরতযোগ্য) টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে