পুলিশে সাত ডিআইজিকে অতিরিক্ত আইজির পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৪:১৬ পিএম
পুলিশে সাত ডিআইজিকে অতিরিক্ত আইজির পদে পদোন্নতি

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা সাতজন ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সরকার এ পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সোমবার (১১ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি ঘোষণা করে।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সাতটি নতুন সুপারনিউমারারি (অতিরিক্ত) পদের বিপরীতে এই পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির সঙ্গে থাকা এই অতিরিক্ত আইজি পদগুলোর মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর। তবে, যদি কোনো কারণে পদটি শূন্য হয় — যেমন পদোন্নতি, অবসর গ্রহণ বা অপসারণ — তবে ওই পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

পদোন্নতি প্রাপ্ত সাত কর্মকর্তারা তাদের নিজ নিজ দায়িত্বে স্বপদে বহাল থাকবেন এবং কর্মক্ষেত্রে আরও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সাতজন কর্মকর্তার নাম ও দায়িত্বসংক্রান্ত অবস্থান হলো:

মো. আলী হোসেন ফকির, ডিআইজি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)

জি এম আজিজুর রহমান, ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)

মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

মো. মোস্তফা কামাল, ডিআইজি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন

কাজী মো. ফজলুল করিম, ডিআইজি, পুলিশ অধিদপ্তর

মো. রেজাউল করিম, ডিআইজি, হাইওয়ে পুলিশ

মো. আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

এ পদোন্নতির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতা আরও উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, সরকার পুলিশ বাহিনীর উচ্চপদে সমন্বয় এবং কার্যকরী নেতৃত্ব নিশ্চিত করতে এ পদোন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে