টাঙ্গাইলের দেলদুয়ারে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় দেলদুয়ার -টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উত্তর বাজার এলাকায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের কোনো সাংবাদিক যেন আর প্রাণ না হারান। তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় স্থানীয় সাংবাদিকরা বলেন, “তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরাই ছিল তার জীবনের লক্ষ্য। তার হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচার করতেই হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন - প্রেসক্লাবের সভাপতি মো.নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু , সহ -সভাপতি এম.তারিকুল ইসলাম তাহের, যুগ্ম সম্পাদক গোপেশ চন্দ্র সরকার, আসাদুজ্জামান আসাদ, মনির হাসান, রাশেদ সরকার, একেএম. রাজু আহমেদ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দেলদুয়ার উপজেলা শাখার নির্বাহী সভাপতি আতিকুর রহমান আতিক, মাহমুদুর রহমান বাদল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।