দিনাজপুরের কাহারোল উপজেলায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। কাহারোল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি ছিলেন, হিসাব রক্ষন কর্মকর্তা শিল্পী রানী রায়, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলিটেটর হেলেনা খাতুন, এপি ম্যানেজার ওয়াল্ড ভিশন বাংলাদেশ লাভলী লাকী বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে ৮জনের মাঝে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। পরে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।