দিনাজপুরের চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১২ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার বেলতলী বাজারে চিরিরবন্দর প্রতিনিধি মোরশেদ উল আলমের নেতৃত্বে একটি র্যালী করে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক তৈয়বা বেগম, সহকারি শিক্ষক মোকছেদ আলী, আনোয়ার হোসেন, আজিজুল হক শাহ, মিজান উল আলম, সাংবাদিক রফিকুল ইসলাম, আফছার আলী খান, করতোয়ার নিয়মিত পাঠক ডাঃ আকবর আলী, ডাঃ আলতাফ হোসেন কবিরাজ প্রমূখ। এসময় ব্যবসায়ী, শিক্ষক, করতোয়ার পাঠক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।