মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে ডিলার নিয়োগ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৫:৩৭ পিএম
মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে ডিলার নিয়োগ

নওগাঁর মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষে লাটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ লটারির আয়োজন করা হয়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী উপস্থিত থেকে লটারির কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ইলিয়াস খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলার ১৪ ইউনিয়নের ২৮টি কেন্দ্রে ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে ১৬৭ আবেদনপত্র জমা পড়ে। যাচাই-বাছাই অন্তে ৬৫টি আবেদনপত্র বাতিল হয়ে যায়। 

খাদ্য নিয়ন্ত্রক আরও বলেন, লটারির মাধ্যমে উপজেলার ২২ কেন্দ্রে এবং  সতিহাট, জোকাহাট, মান্দা এবং ভারশোঁ ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এককভাবে ৪জন ডিলার নিয়োগ  পেয়েছেন। এছাড়া পিরপালী এবং নারায়নপুর বাজার কেন্দ্রের জন্য যোগ্য আবেদনকারী না থাকায় পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ দুটি কেন্দ্রে ডিলার নিয়োগ দেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে