নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বিষয়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা।
ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ডা. তোফাজ্জল হোসেন, সংস্থার প্রকল্প সমন্বয়কারী রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার তামান্না জাবীন, এরিয়া অফিসার মাকসুদা খানমসহ শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন এবং মানবাধিকার লঙ্ঘনসহ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। ইউরোপীয় ইউনিয়ন এবং নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেমন এনগেজ প্রকল্পটি বাস্তবায়ন করছে।