সেনবাগে মুরগীর ফার্মের পাশ থেকে মোঃ জাহিদ হোসেন (১৮)নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। ঘটনাটি বুধবার রাত সোয়া ১টার সময় উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর পুর্বপাড়া আবদুল মালেকের নতুন বাড়ীর ইমরানের মুরগীর ফার্মের নিকট। মৃত্যুর ঘটানাটি রহস্য জনক এই নিয়ে এলাকায় চাঞ্চ্যল সৃষ্ঠি হয়েছে।
নিহত মোঃ জাহিদ হোসেন একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিঞ্চপুর গ্রামের পশ্চিম পাড়া অজি উল্ল্যার বড় ছেলে। তারা পিতা ও পুত্র দুজনেই আটোচালক। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে এবং বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাপাতালের মর্গে প্রেরণ করে। এব্যপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানাজাবে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়ায় হবে বলে নিশ্চিত করেন তিনি।