সৈয়দপুরে কোয়ার্টারে মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৬:১৫ পিএম
সৈয়দপুরে কোয়ার্টারে মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

নীলফামারীর সৈয়দপুর মুন্সিপাড়ায় রেলওয়ে কোয়ার্টার থেকে আলমা খাতুন ওরফে সালমা  (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ১২ আগস্ট তালাবদ্ধ ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ১৩ আগস্ট লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়।

১৩ আগস্ট এ ঘটনায় কোয়াটারের মালিক পলাতক জাহিদুল ইসলামকে চিটাগাং থেকে গ্রেফতার করে পুলিশ। এটি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন। 

গ্রেফতার আসামী ছিল ঝালমুড়ি বিক্রেতা। তার ছিল তিন পুত্র ও এক কন্যা। কর্মের তাগিদে তারা থাকেন ঢাকা ও চট্টগ্রামে। স্ত্রী রোকসানা বেড়াতে যান ছেলে দুলালের চট্টগ্রামের বাসায়। 

এদিকে জাহিদুল ৯ আগস্ট রাতে স্ত্রীর অনুপস্থিতিতে ওই নারীকে তাঁর কোয়ার্টারে নিয়ে আসেন। সেখানে কি হয়েছে তা জানা যায়নি তবে ঘরে পড়েছিল ওই নারীর লাশ। এ অবস্থায় ঘরে লাশ রেখে বাইরে তালা দিয়ে বাসার মালিক পালিয়ে যায় চিটাগাং ছেলের কাছে।

সেখানপ গিয়ে ছেলেকে জানায়,তার ঘরে এক নারির লাশ রয়েছে। ছেলে বিষয়টি জানায় সেলিনা নামে এক মহিলাকে। পরে তিনি এলাকার লোকজনকে ঘটনাটি জানালে খবর দেয়া হয় থানা পুলিশকে। পুলিশ ও সিআইডির বিশেষ টিম লাশের সুরতহাল তৈরি করে। নিহত আলমা খাতুনের বাড়ী ফরিদপুর জেলা সদরের নিশান গোপালপুর এলাকায়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে