“আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না” — জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ১০:৫৭ পিএম
“আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না” — জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি মনে করিয়ে দেন, অতীতে জামায়াতে ইসলামীকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছিলেন, আর একইভাবে তিনি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের বিরোধিতা করছেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের অভিযোগ করেন, জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে তার এবং দলের বহু নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি প্রশ্ন করেন, “যখন আইন উপদেষ্টা ও আইজিপি নিজেরাই বলেছেন অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে আটক ব্যক্তিদের জামিন দেওয়া হচ্ছে না কেন?” তার মতে, ন্যায়বিচারের মূলনীতি হলো— একজন নিরপরাধকে বাঁচাতে প্রয়োজনে দশজন দোষীকে ছেড়ে দেওয়া; অথচ বর্তমানে উল্টো পরিস্থিতি চলছে।

তিনি বলেন, বাড়িঘর ও অফিসে আগুন দেওয়া, হামলা-মামলা করে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না। ঝুঁকি নিয়েও তারা জনগণের পক্ষে কথা বলবে এবং সরকারের অপকর্মের বিরোধিতা করবে। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। যারা যা খুশি করতে পারে, তারা নির্বাচন চাইবে না। নির্বাচন যত বিলম্বিত হবে, ততই তাদের লাভ।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় তার রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল উল্লেখ করে জি এম কাদের বলেন, বর্তমান সরকারও একই আইনি কৌশল ব্যবহার করছে। “আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বা স্বৈরাচার বলা হয়, কিন্তু একই কাজ যদি বর্তমান সরকারও করে, তাহলে তাকে কী বলা হবে?”—প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ তার দলীয় প্রতীক অন্যদের দিয়ে ব্ল্যাকমেইল করেছে, আর এখন আবার সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। “সুবিধা তো দূরের কথা, আমরা সাংবিধানিক অধিকারও ভোগ করতে পারি না। জনগণের চোখে এখন আমরাই মজলুম।”

সভায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিলসহ অন্যান্য নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে