ভবন নির্মানে অনিয়ম, ভেঙে নতুন করে নির্মাণ ইউএনও নির্দেশ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০৪:৩১ পিএম
ভবন নির্মানে অনিয়ম, ভেঙে নতুন করে নির্মাণ ইউএনও নির্দেশ

নির্মানাধীন মাদ্রাসা ভবনের রেলিংয়ে রড কম ও ফ্লোর ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করায় সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা মিলেছে। পরবর্তীতে রেলিং ভেঙে নতুন করে নির্মানের নির্দেশ দিয়েছেন ইউএনও। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল দাখিল মাদ্রাসার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় বাসিন্দরা অভিযোগ করে বলেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে তিন কোটি ছাব্বিশ লাখ টাকা ব্যয়ে গরঙ্গল দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মান করা হচ্ছে। ভবন নির্মানের শেষপর্যায়ে বিভিন্ন কাজে ব্যাপক অনিয়ম করে আসছিলো মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকেরা। বিষয়টি শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে দায়িত্বরত কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। যে কারনে স্থানীয়রা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ১৩ আগস্ট বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়ে সমস্যাযুক্ত স্থান ভেঙ্গে নতুন করে নির্মানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করা হয়েছে। 

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিপ্তরের সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, আমাদের না জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকেরা তিনতলার রেলিংয়ে দুইটি করে রড দিয়ে ঢালাই দিয়েছে এবং ফ্লোরে বেশ কিছু সমস্যা সৃষ্টি করেছে। যা ভেঙে নতুন করে নির্মান করা হবে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজের দায়িত্বরতরা কোন কথা বলতে রাজি হয়নি। 

আপনার জেলার সংবাদ পড়তে