নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে চলছে ভ্রাম্যমাণ বই মেলা। চার দিন ব্যাপী চলবে এ মেলা। মেলায় বিভিন্ন প্রকার বই পাওয়া যাচ্ছে। প্রতিটি বইয়ে থাকছে শতকরা ত্রিশ ও পঁচিশ পারসেন্ট কমিশন। ১৩ আগস্ট এ বই মেলার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর- ই আলম সিদ্দিকী।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে এর যাত্রা শুরু হয়।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল ও কলেজের সভাপতি মোঃ শফিয়ার রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মসিউর রহমান, ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ওই বই মেলা।
১৪ আগস্ট সকালে বই মেলায় গিয়ে কথা হয় লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মসিউর রহমানের সাথে। তিনি জানান, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এটি চলবে ১৬ আগস্ট পর্যন্ত। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী হল মেটলাইফ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করছে সৈয়দপুর উপজেলা প্রশাসন।
তিনি আরো বলেন, মেলায় যে বইগুলো এসেছে তা ক্রয় করতে আমাদেরকে অনেক টাকা ব্যয় করে ঢাকায় যেতে হত। আজ ওই সকল বই আমরা হাতের কাছে পাচ্ছি। শিক্ষার্থীসহ বই পিপাসুরা মেলায় আসছে। তারা তাদের মনের মত বই ক্রয় করছে স্বল্প দামে।