বাবুগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন ১৬ আগস্ট

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ০১:৩০ পিএম
বাবুগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন ১৬ আগস্ট

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় আগামী ১৬ আগস্ট শনিবার বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির অভিভাবক, বাংলাদেশ বার কাউন্সিল-এর ভাইস চেয়ারম্যান এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বরণীয় আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন। 

কর্মী সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়াম চত্বরে সাজসজ্জার প্রস্তুতি শুরু হয়েছে। আজ সম্মেলন স্থল পরিদর্শন করেন বিএনপির সাজসজ্জা উপ-কমিটির নেতৃবৃন্দ। তারা প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজকরা আশা করছেন, দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে এই কর্মী সম্মেলন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে