বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নিজ অর্থায়নে গ্রামের অবহেলিত রাস্তার সংস্কার কাজ করলেন বিএনপি নেতা আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স উন্নয়ন কাজের উদ্বোধন করেন। জানা যায়, কোটাকোল ইউনিয়নের ধলাইতলা -ঘাঘা সড়কের বেহালদশা। দীর্ঘদিন যাবৎ গ্রামের মানুষ যাতায়াতে ও কৃষি পণ্য বহনে সমস্যার সম্মুখীন। এলাকার সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স নিজ অর্থায়নে রাস্তাটিতে ইট, বালু ফেলে সংস্কার করে চলাচলের ব্যবস্থা করেছেন। এসময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোটাকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা সৈয়দ মিজানুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা সহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, যেখানেই জনভোগান্তি হবে। সেখানেই উন্নয়ন কাজ করবো ইনশাআল্লাহ। মানুষের সেবা করেই দেশনেত্রীর স্বপ্ন বাস্তবায়ন করবো।