বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে স্ব-স্ব এলাকার বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় বরিশাল সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদের আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি। একইদিন বাদ আছর বরিশাল মহানগর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। ওইদিন বাদ জুম্মা বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু জানিয়েছেন, শুক্রবার বাদ জুম্মা সরকারি গৌরনদী কলেজ মসজিদে উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। একই মসজিদে বাদ আছর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের উপস্থিতিতে তার সমর্থকদের আয়োজনে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডের মসজিদে বাদ জুম্মা দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।