সারা দেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৬৬ জন এবং অন্যান্য ঘটনায় ৮২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট ১৯৯১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার এ.এইচ.এম. শাহাদাত হোসেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৬৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার আরও ৮২৫ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৯৯১ জনকে।”
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে, শটগানের ৯ রাউন্ড গুলি, ৬টি চাপাতি, ২টি দা, ছুরি ৮টি, চাইনিজ কুড়াল ১টি, কার্তুজ ১৩টি, ছোরা ৪টি, হাসুয়া ১টি, সামুরাই কিরিছ ১টি।