ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালনপোলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী, আলোচনা ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ পলাশবাড়ী শাখার আয়োজনে মহাভবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথী জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করা হয়।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় পৌরশহরের কালীবাড়ী বাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ হতে বিশাল বর্ণাঢ্য একটি র্যালীা শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে এসে মিলিত হয়। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী কর্মসূচীতে থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পৌর ছাত্রদল সদস্য সচিব আকাশ কবীর পায়েল, গাইবান্ধা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিনিয়র যুগ্ম আহবায়ক মাধবী রাণী সরকার, উপজেলা শাখার সভাপতি বাবু দিলীপ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুবীর চন্দ্র দাস, সদস্য সুশীল চন্দ্র সরকার, রামদেব চন্দ্র সরকার, অনিল কুমার সরকার, শ্যামল চন্দ্র সাহা, কার্তিক চন্দ্র, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ সভাপতি রাজ কুমার রবিদাস ও সাধারণ সম্পাদক রতন কুমার উপস্থিত ছিলেন। এছাড়াও সনাতন ধর্মীয় স্থানীয় পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের স্বতঃস্ফূর্ত ধর্মাবলম্বীরা শোভাযাত্রা ছাড়াও অন্যান্য কর্মসূচিতে অংশ নেন। শেষে উপস্থিতদের মাঝে বিশেষ ভোগ-প্রসাদ বিতরণ করা হয়।