একদিন বন্ধের পর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০২:৫৮ পিএম
একদিন বন্ধের পর  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু

শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের  হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। (শনিবার ১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী  উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকায় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। আজ রোববার  বেলা ১২ টা থেকে আবারও দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি চালু হয়েছে। 

হিলি ইমিগ্রশন ওসি আরিফুল ইসলাম জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রশন চেকপেস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

আপনার জেলার সংবাদ পড়তে