খুলনার পাইকগাছায় ইভলভ প্রকল্প সমাপ্তি ও কার্যক্রম টেকসইকরণে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কপিলমুনি অস্থায়ী ইউপি পরিষদে রোববার সকাল ১০টায় ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. বদরুল আমল এর সভাপত্বিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জাভেদ ইকবাল, সাংবাদিক ও সিএসও সদস্য মহানন্দ অধিকারী মিন্টু, সিএসও সদস্য প্রীতীশ মন্ডল, জিএম হাসানুর রহমান ও ইউপি সদস্য কাকুলী বিশ্বাস। ইউরোপিয়ন ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ অর্থায়নে ও ইভলভ প্রকল্প ২০২২ সালে মার্চ থেকে ২০২৫ সালে জুলাই পর্যন্ত ৩ বছর অধিকসময় উপজেলায় কপিলমুনি, গদাইপুর, রাড়-লী ও গড়ইখালী ৪টি ইউনিয়নে উন্নয়ন মূলক কাজ করে আসছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে সিবিও, সিএসও এবং সিএসও নেটওয়ার্ক গঠন করা হয়। এ কমিটি প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড সভা, উন্মূক্ত বাজেট সভা, ইউনিয়নের চাহিদা ও খাতভিক্তিক বাজেট বিভাজন, জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদশীল খাতে বাজেট প্রণয়ন ও অর্থ বরাদ্দ বৃদ্ধি, বরাদ্ধকৃত বাজেটের যথাযথ বাস্তবায়ন এবং তথ্য অধিকার আইন ২০০৯ ও নেতৃত্বে গুনাবলীর সহ দক্ষ নেতৃত্ব তৈরীতে ভূমীকা রাখেন। তিন ঘন্টা ব্যাপী প্রকল্প সমাপ্তি ও কার্যক্রম টেকসইকরণে পরামর্শ কর্মশালায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আলাউদ্দিন গাজী, মোস্তাফিজুর রহমান মিন্টু, মো. আলাউদ্দিন গাজী, রবীন্দ্রনাথ অধিকারী, ছখিনা বেগম, রাজিয়া সুলতানা, কাকুলি বিশ্বাস, দফাদার দিলিপ বিশ্বাস ও সিএসও ২০জন পুরুষ ও মহিলা সদস্য। কর্মশালা শেষে ইউনিয়নের সিএসও কমিটির তালিকা ও প্রকল্পের কাজে অগ্রগতির ফাইল ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়।