বিরলে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা’সহ গ্রেফতার ২

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৭:২২ পিএম
বিরলে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা’সহ গ্রেফতার ২

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র কিশোরীগঞ্জ (পাকুড়া) বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৩৩১/এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুড়া বাজার নামক সীমান্তবর্তী এলাকায় শনিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ভারতীয় গাঁজা’সহ ০২ (দুই) জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং এক পুরিয়া ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত’রা হলেন উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া গ্রামের মৃত. আজির উদ্দীনের ছেলে মোঃ মাসুদ রানা এবং একই গ্রামের মৃত. শফি উদ্দীনের ছেলে মোঃ জালাল উদ্দিন। পরে তাদের বিরল থানায় সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর।

আপনার জেলার সংবাদ পড়তে