চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ১২:৫৬ পিএম
চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৮ আগস্ট সোমবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে  র্যালীতে নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। 

উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে সকল কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবি, মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের পুরস্কৃত ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে