হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০২:৩৯ পিএম
হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অভয়াশ্রম গড়ে তুলি, বেশি মাছে দেশ ভরি এই প্রতিপাবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামসহ অনেকে। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষির হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

আপনার জেলার সংবাদ পড়তে