দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন পৃথক অভিযান চালিয়ে মিষ্টি তৈরীর একটি কারখানাকে লাখ টাকা জরিমানা করেছে এবং মদ জুয়ার একটি আস্তানা গুড়িয়ে দিয়েছে। রবিবার রাতে এসব অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এনএসআই এর তথ্যের ভিত্তিতে কেরানিহাট কাঁচাবাজারে একটি মিষ্টি তৈরীর কারখানায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, পোড়া তৈল ব্যবহার, লেভেলবিহীন বাসি মিষ্টি সংরক্ষণ বিক্রয় বিপনন, মিষ্টি তৈরিতে কাপড়ের রং ও পঁচা বাসি চিনির সিরা ব্যবহার এবং তৈরিকৃত মিষ্টিতে পোকা-মাকড় পাওয়ায় মিষ্টি কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেম (৫০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় এক লক্ষ টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়। এ সময় পোড়া তৈল এবং নষ্ট বাসী সিরা ফেলে দেয়া হয়।
একই রাতে ইউএনওর নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে ছদাহা ইউনিয়নের মিঠা দীঘির পাড় সংলগ্ন নুরুল আমিনের দোকানের পাশের মদ-জুয়ার আসর গুড়িয়ে দেয়া হয়। অভিযোগ ছিলো দীর্ঘদিন ধরে উক্ত দোকানের পাশের কটেজে মদ, গাঁজা, ইয়াবা সেবন, জুয়া খেলা এবং দেহপসরীণীদের আসর বসতো।
স্থানীয়রা এসব অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা শহর বা সড়কের কাছের এলাকার পাশাপাশি পাহাড়ী এলাকার রোহিঙ্গা অধ্যুষিত জনপদের মাদকের আস্তানাগুলোতে জোরদার অভিযানের দাবী জানিয়েছেন।