টঙ্গীতে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালী

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৩:৪২ পিএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালী
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টঙ্গীতে আনন্দ র‍্যালী করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে র‍্যালীটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সুরতরঙ্গ রোড, পৌরসভা ভবন, সফিউদ্দিন সরকার একাডেমী রোডসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে আয়োজিত র‍্যালীতে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, রাসেদুল ইসলাম বাবু, সোলেমান কবির, বিপ্লব সরকার, জহিরুল হুদা বাবু, রাসেল আহমেদ, উজ্জল শেখ, মামুন দেওয়ান, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন মিনার, ফাইজুল ইসলাম পলাশ, আবুল হোসেন, আনোয়ার হোসেন ও সাদ্দাম প্রমূখ।
আপনার জেলার সংবাদ পড়তে