কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিন ব্যাপী এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ইয়াছিন সরদার, মনিরুল সরদার, রবিউল ইসলাম, নজরুল গাজী, নছিম গাজী, আমজেদ গাজী ও আয়ুব আলী। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম ইমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।