ডাকসু নির্বাচন: ২৮ পদে ফরম নিয়েছেন ৬৫৮ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:১৪ পিএম
ডাকসু নির্বাচন: ২৮ পদে ফরম নিয়েছেন ৬৫৮ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ২৮টি পদে মোট ৬৫৮ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) শেষ দিনে ৯৩ জন শিক্ষার্থী ফরম নেন, যা সর্বমোট বিক্রিত ফরমের মধ্যে অন্তর্ভুক্ত। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজারের বেশি, যার ভিত্তিতে প্রতি একশ শিক্ষার্থীর মধ্যে প্রায় ১.৭৮ জন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার পর্যন্ত বিক্রি হওয়া মোট ফরম ৬৫৮টি, এর মধ্যে ১০৬টি ফরম জমা পড়েছে। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং কোনো প্রার্থী কোনো দলীয় পরিচয় ব্যবহার করেননি। একজন শিক্ষার্থী একাধিক পদে ফরম সংগ্রহ ও জমা দিতে পারেন, তবে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তাদের একটি পদ বেছে নিতে হবে।

মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বুধবার। এরপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, এবং পরদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

এছাড়া ইতোমধ্যেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

আপনার জেলার সংবাদ পড়তে