দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের জনপদের চিত্র পাল্টে গেছে। বিদ্যমান ইউনিয়ন পরিষদের রাস্তা ঘাট, ইউপি চত্বরে মাটি ভরাট ও এইচবি রাস্তা নির্মাণ সহ বিভিন্ন কাজ কর্ম অব্যাহত রেখেছেন প্যানেল চেয়ারম্যান-১ মোঃ রাসেল। চেয়ারম্যানের অনুপস্থিতে দায়িত্ব গ্রহন করেন, ইউপি প্যানেল চেয়ারম্যান রাসেল ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন তিনি। সরজমিন পরিদর্শনে দেখা গেছে পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ রাসেল দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলা প্রশাসনের গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অর্থ বরাদ্দের বিপরীতে ১ থেকে ৯নং ওয়ার্ড এর বিভিন্ন গ্রামীন রাস্তা-ঘাট, কালভাট, এইচবিবি রাস্তা সোলিং ও আরসিসি ঢালাই নির্মাণ কাছ বাস্তবায়ন করেছেন তিনি। দায়িত্ব প্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পাওয়ার পর থেকে মানুষের যে সব মৌলিক সেবা প্রয়োজন। তার দ্রুত সেবা প্রাপ্তিতে কাজা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, পরিষদের মাঠটি অবহেলিত হয়ে ছিল বর্ষার দিনে হাঁটু পানি লেগে থাকতো মাঠে মধ্যে। দীর্ঘ দিন পর মাঠে মাটি ভরাট ও এইচবিবি রাস্তা নির্মাণ করতে পেরেছি। এই অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ টাকার উন্নয়ন প্রকপ্লের কাজ করা সম্ভব হয়েছে। সকলের সহযোগিতা পেলে আগামীতে ইউনিয়নের আরও উন্নয়ন মুলক কাজ করা আশা ব্যাক্ত করেন তিনি।