বাংলাদেশি চলচ্চিত্র জগতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ইংরেজি ভাষায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ডট। বড়ুয়া সুনন্দা কাঁকনের পরিচালনায় তৈরি এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (৫ সেপ্টেম্বর)। কুমিল্লার তিতাস উপজেলায় শুটিং করা এ ছবিটি প্রযোজনা করেছে তরী মিডিয়া লিমিটেড। প্রযোজক হিসেবে ছিলেন বড়ুয়া মনোজিত ধীমন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়া যায় রোববার (৩ আগস্ট)। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্যেই ছবিটি ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। তবে দেশীয় দর্শকদের জন্য রাখা হয়েছে বাংলা সাবটাইটেল।
দুই ঘণ্টা আট মিনিট দৈর্ঘ্যের এ ছবিতে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার ও মিষ্টি মনি।
পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন সিনেমার গল্প নিয়েই সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী। তিনি বলেন, “ডট-এর আসল শক্তি এর গল্প। এটি গল্প-নির্ভর একটি চলচ্চিত্র।”
বাংলাদেশে সাধারণত বাংলা ভাষার চলচ্চিত্র প্রাধান্য পেলেও, ইংরেজি ভাষায় নির্মিত ডট স্থানীয় দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে দেশীয় চলচ্চিত্রশিল্পে এটি এক নতুন পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।