গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২০ আগষ্ট সকাল ১১ ঘটিকায় নিকলী উপজেলা শাখার সদস্য সচিব সৈকত কবির নাদিম এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল নিকলী নতুন বাজার থেকে শুরু হয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সফল হোক, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে,ইকবাল ভাই, ইকবাল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে নিকলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার নতুন বাজারে গিয়ে শেষ হয়। এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরুখ, দামপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, কারপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পিয়াল, সিংপুর ইউনিয়নর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী রুবেল, ছাতিরচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী ফারুক, জারুইতলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী নাঈম সহ বিভিন্ন ইউনিয়নের কর্মী ও নেতৃবৃন্দ। পরে আনন্দ মিছিল শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘোষনা করা হয়।