রামেক হাসপাতালে কারাবন্দী সাজেদুলের মৃত্যু

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫, ১২:০২ পিএম
রামেক হাসপাতালে কারাবন্দী সাজেদুলের মৃত্যু

চারটি চেক ডিজঅনার মামলায় কারাবন্দী সাজেদুল ইসলাম ইজদার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সাজেদুল ইসলাম ইজদার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের সাজদার রহমানের ছেলে।

জানা গেছে, সাজেদুল ইসলাম ইজদার কার্ডিয়াক এরেষ্ট-এ রোগে আক্রান্ত হয়। তাকে কারাকর্তৃপক্ষ শনিবার (২৩ আগস্ট) রাত ৯টা ৪৩ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, সাজেদুল ইসলাম ইজদারের নামে ৪ টি চেকের মামলায় সাজা হয়েছিল। এরমধ্যে একটিতে ১ বছর, আরেকটিতে ৬ মাস, অন্যটিতে ৪ মাস ও আরেকটিতে ৫ মাস। মোট ২ বছর ৩ মাস সাজা হয়। তিনি কারাগারে বন্দী হয়েছিলেন ২০২৩ সালের ২৭ আগষ্ট। তার কারাগার থেকে মুক্তির দিন ছিল ২৫ সালের ২৬ নভেম্বর।  

সাজেদুল ইসলাম ইজদাদের ছোট ভাই রবিউল ইসলাম জানান, আমার বড় ভাই আম ও কাঠের ব্যবসায়ী ছিলেন। ব্যবসার সুবাদে কিছু লোকের কাছে থেকে ফাঁকা চেক জমা দিয়ে সুদে টাকা নিয়েছিলেন। ব্যবসায় লোকসানের কারনে সুদে নেওয়া টাকা দিতে পারেননি। পরে তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা হয়। এ মামলায় তার সাজা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে পরে ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।